ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

২৯১ কোম্পানির দরপতন, কমেছে লেনদেনও

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৯১টি বা ৭৩ শতাংশ কোম্পানির দর কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ডিএসইতে ৩০৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৮ কোটি  ৮১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল  ৩৮৩ কোটি ৪ লাখ টাকার।

বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার  পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৪ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমেছে।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, দর কমেছে ২৯১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৮টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৫ পয়েন্ট।

সিএসইতে ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪০টির দর বেড়েছে, কমেছে ১১৯টির আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।

বুধবার সিএসইতে ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন