পুঁজিবাজারে স্থিতিশীলতা আনার লক্ষ্যে রাষ্ট্রয়াত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) স্বল্প সুদ হারে ৩ হাজার কোটি টাকা ঋণ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারে বিনিয়োগ ও ঋণশোধের জন্য সাভরেন গ্যারান্টির বিপরীতে বেসরকারি ৪টি ব্যাংকের মাধ্যমে এই টাকা পাবে আইসিবি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এক নজরে দেখে নিব কোন ব্যাংকের মাধ্যমে কত টাকা পাচ্ছে আইসিবি।
ডাচ বাংলা ব্যাংক
বেসরকারি খাতের ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ৭০০ কোটি টাকা ঋণ পাবে আইসিবি।

প্রাইম ব্যাংক
বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা ঋণ পাবে আইসিবি।
ঢাকা ব্যাংক
বেসরকারি খাতের ঢাকা ব্যাংকের মাধ্যমে ৫০০ কোটি টাকা ঋণ পাবে আইসিবি।
মার্কেন্টাইল ব্যাংক
বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ৮০০ কোটি টাকা ঋণ পাবে আইসিবি।
জানা গেছে, ৪ শতাংশ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাস সময় পাবে আইসিবি। এই ঋণের গ্যারান্টি দিয়েছে সরকার।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে গত ১৪ অক্টোবর রাষ্ট্রীয় গ্যারান্টি চেয়ে আইসিবি চিঠি দিয়েছিল। গত ১৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং আইসিবির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে এফআইডি। বৈঠকে জানানো হয়, ঋণ পেতে আবেদন করলে সরকারের গ্যারান্টি সাপেক্ষে দিতে আপত্তি নেই বাংলাদেশ ব্যাংকের।