পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি এইচ.আর টেক্সটাইলের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বুধবার শেয়াটির ২ টাকা ৭০ পয়সা বা ৮.১৩ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার তালিকায় শীর্ষ স্থানে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ শেয়ারটি সর্বশেষ ৩৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩২ টাকা ৯০ পয়সা থেকে ৩৫ টাকা ৯০ পয়সা পরযন্ত উঠানামা করে।
গত ১ বছরে এইচ.আর টেক্সটাইলের সর্বোচ্চ দর ছিল ১১৫ টাকা ৯০ পয়সা। আর সর্বোন্মি দর ২১ টাকা ছিল।
বি ক্যাটাগরির কোম্পানিটি ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫৪ পয়সা।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলো ইতোমধ্যে তাদের অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বস্ত্র খাতের কোম্পানি এইচ.আর টেক্সটাইল এখনও আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। তবে সামনে কোম্পানিটি ভালো লভ্যাংশ ঘোষণা করতে পারে এমন আশায় বিনিয়োগকারীদের শেয়ারটির প্রতি আগ্রহ বেড়েছে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা।