দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮৫টি বা ৪৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৩৮৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৪ কোটি ৩৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২৭৮ কোটি ৬৬ লাখ টাকার।
মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪২ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৪০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, দর কমেছে ১৪৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৩টির।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩১ পয়েন্ট।
সিএসইতে ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৭৪টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার সিএসইতে ৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।