ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের প্রায় দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টাকা ৫০ মিনিট পরযন্ত ২৮৫টি বা ৭৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এই সময়ে ডিএসইতে ১৩২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, মঙ্গলবার লেনদেনের দ্বিতীয় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৭টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার দর।
