ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ন

একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তার ২২ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোক্তা পারভীন আক্তার পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির উদ্যোক্তা পারভীন আক্তার খানম ২২  লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

এর আগে গত ২ ও ৪ ডিসেম্বর এই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষিণা দিয়েছিল।

উল্লেখ্য, একমি ল্যাবরেটরিজের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৯.৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩১.১৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯.৩৯ শতাংশ শেয়ার আছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন