দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও তলানিতে নেমেছে। আজ ডিএসইর লেনদেন ১৪ কোটি ৭২ লাখ টাকা কমে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ডিএসইতে ২৭৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৬ অক্টোবর ডিএসইতে ২৯৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে আগের দিন থেকে ১৪ কোটি ৭২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২৯৩ কোটি ৩৮ লাখ টাকার।
সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, দর কমেছে ১৭৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৯০টির।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৬ পয়েন্ট।
সিএসইতে ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ৯০টির আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
সোমবার সিএসইতে ৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।