ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৯:০১ অপরাহ্ন

ক্রাউন সিমেন্ট ভালো অবস্থায় আছে: মাসুদ খান

সিমেন্ট খাতের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। অনেক প্রতিষ্ঠান এলসি খুলতে না পারায় কাঁচামাল আমদানি করতে পারছে না। সেক্ষেত্রে সিমেন্ট খাতের অন্য প্রতিষ্ঠানের চেয়ে ক্রাউন সিমেন্ট ভালো অবস্থায় আছে।

ক্রাউন সিমেন্টের প্রধান উপদেষ্টা মাসুদ খান বিজনেস আই বাংলাদেশকে এ তথ্য জানান।

তিনি বলেন, সিমেন্ট খাতে অনেক প্রতিষ্ঠানের চেয়ে ক্রাউন সিমেন্ট ভালো অবস্থায় আছে। সর্বশেষ হিসাব বছরে আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি। আমাদের নিজস্ব জাহাজ দিয়ে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করা হয়। ব্যাংকগুলোর সাথে আমাদের বিশ্বস্ত সর্ম্পক। যে কারণে খুব সহজেই আমরা এলসি খুলতে পারি। তবে পুরো সিমেন্ট খাতকে ভালো অবস্থায় আনতে হলে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।

মাসুদ খান বলেন, সিমেন্ট খাতের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। অনেক প্রতিষ্ঠান এলসি খুলতে না পারায় কাঁচামাল আমদানি করতে পারছে না। ফলে তাদের মধ্যে অনেকেই অন্য দেশি প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল কিনে নিচ্ছে। এতে করে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। মুনাফা করতে হিমশিম খাচ্ছে। কেউ কেউ লোকসান করছে। তাছাড়া প্রতি বছর সিমেন্টের চাহিদা কমতে শুরু করেছে। এ অবস্থায় সিমেন্টে ভালো ব্যবসা করা সহজ নয়।

উল্লেখ্য, ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে ক্রাউন সিমেন্ট বিনিয়োগকারীদের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৬ টাকা ৭৪ পয়সা। বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বরে) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ২৫ পয়সা। আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি ২ টাকা ৩২ পয়সা আয় করেছিল। এ ক্যাটাগরির ক্রাউন সিমেন্ট সোমবার সর্বশেষ ডিএসইতে ৪৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন