ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

সূচকের তীব্র পতনে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের তীব্র পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৬৯ কোটি কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, রবিবার ডিএসইর লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪৩ দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৯ পয়েন্ট কমে ১ হাজার  ১৫৪ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন