নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসি। বর্তমানে ব্যাংক খাতে অস্থিরতার মাঝেও পূবালী ব্যাংক ভালো করছে। ব্যাংকটির আমানতের পরিমাণ বেড়েছে। সেই সাথে বেড়েছে আয়ও, জানান পূবালী ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ লিটন মিয়া।
তিনি বলেন, একটি গ্রুপ দেশের বেশ কয়েকটি ব্যাংকের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে অন্যান্য অনেক ব্যাংকেও। তবে যেসব ব্যাংকে এর প্রভাব পড়েনি, তার মধ্যে পূবালী ব্যাংক একটি। লিটন মিয়া বলেন, পূবালী ব্যাংক কাউকে লোন দেওয়ার আগে অনেক ভেবে চিন্তে লোন দেয়। যিনি লোন নেবেন তিনি আদৌ পরিশোধ করতে পারবেন কিনা, তা গুরুত্ব সহকারে দেখা হয়। যেকারণে আমাদের খারাপ লোনের পরিমাণ খুবই কম। অনেক বড় বড় ক্ষমতাধর ব্যক্তি আমাদের কাছে লোনের জন্য এসেছিল। কিন্তু যে বিষয়ে লোন তারা নেবে সেটির পারফর্মেন্স খারাপ থাকায় আমরা তাদেরকে লোন দেইনি।
তিনি বলেন, পূবালী ব্যাংকের বোর্ডে যারা রয়েছেন তারা অনেক দক্ষ ও সৎ। তারা ম্যানেজমেন্টের কাজে অযাচিত হস্তক্ষেপ করেন না। যে কারণে দীর্ঘদিন ধরে পূবালী ব্যাংক সুনামের সাথে ব্যবসা করছে। গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
পূবালী ব্যাংকের আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) স্থায়ী আমানতকারীদের এক হাজার ৪৪৫ কোটি ৮৭ লাখ ১৬ হাজার ৬১১ টাকা সুদ বা ইন্টারেস্ট দিয়েছে পূবালী ব্যাংক। এর আগের বছর একই সময়ে যা ছিল ৮০৩ কোটি ৯৬ লাখ ৯২ হাজার ৫৫৬ টাকা। বছরের ব্যবধানে ব্যাংকটি স্থায়ী আমানতকারীদের সুদ বেশি দিয়েছে ৬৪১ কোটি ৯০ লাখ ২৪ হাজার ৫৫ টাকা। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৫৮ পয়সা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৩০ পয়সা। বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ২ টাকা দশমিক ২৮ পয়সা। অর্থাৎ ৪৩ শতাংশ বেড়েছে ইপিএস।

এদিকে তৃতীয় প্রান্তিকে পূবালী ব্যাংকের মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯২ হাজার ১১০ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৮৫২ টাকা। এর আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ৮১ হাজার ৭৫৯ কোটি ১১ লাখ ৬৩ হাজার ৫৮ টাকা। বছরের ব্যবধানে মোট সম্পদের পরিমাণ বেড়েছে ১০ হাজার ৩৫১ কোটি ২ লাখ ৬০ হাজার ৭৯৪ টাকা। অর্থাৎ ১৩ শতাংশ বেড়েছে মোট সম্পদ।
উল্লেখ্য, পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন এক হাজার ১৫৬ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে তিন হাজার ৬০৭ কোটি ৭৩ লাখ টাকা। ডিসেম্বর ক্লোজিংয়ের কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে, তন্মধ্যে নগদ লভ্যাংশ দিয়েছে সাড়ে ১২ শতাংশ এবং বোনাস লভ্যাংশ দিয়েছে সাড়ে ১২ শতাংশ।
কোম্পানির মোট শেয়ার ১১৫ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৯৯৫টি, যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৩১ দশমিক ৪৯ শতাংশ। এছাড়াও প্রাতিষ্ঠানিক, বিদেশী ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার রয়েছে যথাক্রমে ২৯ দশমিক ৩৮ শতাংশ, ০ দশমিক ০৬ শতাংশ ও ৩৯ দশমিক ০৭ শতাংশ।


















