ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ খাতে। এ খাতে সর্বোচ্চ ৪.৪৪ শতাংশ দর বেড়েছে। ফলে কাগজ খাতের বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি মুনাফা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগের সপ্তাহে কাগজ খাতে ২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আর গত সপ্তাহে এ খাতে ৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সিরামিক খাতে। এই খাতে ৩.৪৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আগের সপ্তাহে সিরামিকস খাতে ২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আর গত সপ্তাহে এ খাতে ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া দর বৃদ্ধি পাওয়া অন্য খাতগুলোর মধ্যে রয়েছে সেবা-আবাসন খাতে ২.০৫ শতাংশ, কর্পোরেট বন্ড ১.৯ শতাংশ, বস্ত্র খাতে ১.২৫  শতাংশ, আর্থিক খাতে ১.০১ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৬৫ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৪৫ শতাংশ ও সিমেন্ট খাতে দশমিক ৩ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন