সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতন হয়েছে ১১ খাতে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে পাট খাতের কোম্পানির। গত সপ্তাহে পাট খাতে সর্বোচ্চ ২.৭০ শতাংশ দরপতন হয়েছে। এর ফলে পাট খাতের বিনিয়োগকারীরা বেশি লোকসান গুনেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাট খাতের কোম্পানিগুলো গত সপ্তাহে ৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আগের সপ্তাহে পাট খাতে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ২.৪০ শতাংশ দরপতন হয়েছে। জীবন বীমা খাতে ২.০৮ শতাংশ দরপতন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দরপতন হওয়া অন্য খাতের মধ্যে- সাধারণ বীমা খাতে ১.৯৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৬২ শতাংশ, আইটি খাতে ১.৩৯ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৪৭ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৪২ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৩৩ শতাংশ, খাদ্য খাতে দশমিক ১৩ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ০.০১ শতাংশ দর কমেছে।
