ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬.৫৩%

বিদায়ী সপ্তাহে (১-৫,ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে সামান্য। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৬.৫৩ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ২২১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯০৬ কোটি ৫৬  লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩১৫ কোটি ১৮ লাখ টাকর লেনদেন বেড়েছে।

এদিকে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪.২৩ পয়েন্ট বা  দশমিক ০৮ শতাংশ বেড়ে ৫ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ২ দশমিক ৯২ পয়েন্ট কমে ১ হাজার ১৬৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৭৮টির এবং অপরবর্তিত রয়েছে ৪০টির।ে

এদিকে সপ্তাহের ব্যবধানে নেতিবাচক প্রভাব রয়েছে ডিএসইর বাজার মূলধনে।গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৬৪  হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩  হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে  দশমিক ১০ শতাংশ বা ৬৫১  কোটি ৪২ লাখ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,