শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি হিমাদ্রি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পরযন্ত ডিএসইতে হিমাদ্রি লিমিটেডের শেয়ার দর ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে শেয়ারটির দর ৯৯৭ টাকা ৪০ পয়সা থেকে ১ হাজার ৫২৪ টাকা ৭০ পয়সা পরযন্ত বদ্ধি পায়। মাত্র ৯ কর্মদিবসে শেয়ারটির দর ৫২৭ টাকা ৩০ পয়সা বা ৫২ শতাংশ বেড়েছে।
কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
