ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৪:২৭ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় লেনদেন ১৮৩ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। আজ বেলা সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে ১৮৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, বুধবার ডিএসইর লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৫ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার দর।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন