পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স ট্রেজারি বন্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ফ্লোর কেনার পর অব্যবহৃত অর্থ দিয়ে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি প্রাথমিক গণ প্রস্তাব এর ( আইপিও) মাধ্যমে সংগ্রহ করা টাকায় ফ্লোর কেনার পর কিছু টাকা অবশিষ্ট রয়েছে। আর এ অব্যবহৃত অর্থ কোম্পানিটি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে বিনয়োগ করবে।
উল্লেখ্য, কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিয়ে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারবে।