ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০৩টি বা ৫০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও ইতিবাচক প্রভাব রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৫১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১২ কোটি ২৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫০০ কোটি ২৩ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৪০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, দর কমেছে ১২৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭১টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৩ পয়েন্ট।
সিএসইতে ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১০৬টির দর বেড়েছে, কমেছে ৬৮টির আর ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার সিএসইতে ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।