সদ্য বিদায়ী নভেম্বর মাসেও অস্থিরতার মধ্যে দিয়ে পার করেছে দেশের পুঁজিবাজার। তবে মন্দা পুঁজিবাজারে নতুন বিও হিসাব খোলার প্রবণতা বাড়লেও কমেছে বিদেশিদের বিনিয়োগ। গত এক মাসে বিদেশিদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ১০২টি কমে ৪৬ হাজার ৮৫৩টিতে দাঁড়িয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অক্টোবর মাসের শেষ কর্মদিবস বিদেশী বা প্রবাসীদের বিও হিসাব ছিল ৪৬ হাজার ৯৫৫টি।এদিকে বিদেশিদের বিও হিসাব সংখ্যা কমলেও সার্বিক পুঁজিবাজারে বেড়েছে স্থানীয় নতুন বিনিয়োগকারী।
নভেম্বর মাসের শেষ কর্মদিবস শেয়ারবাজারে বিনিয়োগাকরীদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব (বিও) দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৯ হাজার ৭৪৯টিতে। অক্টোবরের শেষ দিন এই সংখ্যা ছিল ১৬ লাখ ৭৭ হাজার ৩৬০টি। অর্থাৎ অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে বিনিয়োগাকীদের বিও হিসাব বেড়েছে ২ হাজার ৩৮৯টি।
নভেম্বরের শেষদিন পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১২ লাখ ৫৮ হাজার ৯৩৬টিতে। আর অক্টোবরের শেষদিন এই সংখ্যা ছিল ১২ লাখ ৫৬ হাজার ৯৩৩টিতে। মাসটিতে পুরুষ বিও হিসাব বেড়েছে ২ হাজার ৩টি।
আলোচ্য মাসে নারী বিও হিসাব ৩০৫টি বেড়েছে। নভেম্বরের শেষদিন নারী বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ৩৬০টিতে। আর অক্টোবরের শেষদিন নারী বিও হিসাব ছিল ৪ লাখ ২ হাজার ৫৫টি।
অক্টোবর মাসে কোম্পানির বিও হিসাব বেড়েছে ৮১টি। নভেম্বরের শেষদিন এই বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫৩টিতে। অক্টোবরের শেষদিন কোম্পানি বিও হিসাব ছিল ১৭ হাজার ৩৭২টি।
এদিকে নভেম্বরে শেষ কর্মদিবস দেশে অবস্থারত বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ১৫ হাজার ৪৪৩টিতে।
অক্টোবরের শেষ কর্মদিবস এই সংখ্যা ছিল ১৬ লাখ ১৩ হাজার ৩৩টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিও হিসাব ২ হাজার ৪১০টি বেড়েছে।