পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ’এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানন্তর করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির উৎপাদন ৬ মাস বন্ধ থাকার কারণে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। মঙ্গলবার ৩ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে ক্যাটাগরি পরিবর্তনের প্রথম দিন থেকে কোন রকম ঋণ সুবিধা দেওয়া যাবে না।
