ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

১৭৫ কোম্পানির দরপতন, কমেছে লেনদেনও

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ১৭৫টি কোম্পানি বা ৪৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার ডিএসইতে ৩৯৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৬ কোটি ৭৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক  ১ পয়েন্ট কমে ১ হাজার ১৬৫ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক  ৫ পয়েন্ট কমেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, দর কমেছে ১৭৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭২টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২ পয়েন্ট।

সিএসইতে ২০২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৯৫টির দর বেড়েছে, কমেছে ৮৪টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।

রবিববার সিএসইতে ৫ কোটি ৮৪ লাখ  হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন