ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:২৪ পূর্বাহ্ন

নেতিবাচক বাজারেও বাজার মূলধন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর বাজার মূলধনে ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দেড় হাজার কোটি টাকার বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি ১২ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪  হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে  দশমিক ২৫ শতাংশ বা ১ হাজার ৬৩৭ কোটি ২৬ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেনও কমেছে বড় অংকের। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৯০৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩২৯ কোটি  ২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪২২ কোটি ৪৬ লাখ টাকর লেনদেন কমেছে।

এদিকে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪.৯৯ পয়েন্ট বা  দশমিক ১০ শতাংশ কমে ৫ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ১৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১২৬টির এবং অপরবর্তিত রয়েছে ৫১টির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন