বিদায়ী সপ্তাহে (২৪ নভেম্বর-২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় বা টপটেন গেইনারে স্থান করে নিয়েছে জেড ক্যাটাগরির কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে তিনটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির দুর্বল কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি), মেট্রো স্পিনিং ও সাফকো স্পিনিং মিলস লিমিটেড।
বিআইএফসি
সপ্তাহের ব্যবধানে বিআইএফসির শেয়ার দর বেড়েছে ১৬.৬৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ; যা গত সপ্তাহে ১০ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

আর্থিক খাতের কোম্পানি বিআইএফসি দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত লোকসানে রয়েছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ১ হাজার ১৭৬ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানিটি গত ১০ বছর শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। এদিকে সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির লোকসান ১ টাকা ০৭ পয়সা।
মেট্রো স্পিনিং
সপ্তাহের ব্যবধানে মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ১৪.৪৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ পয়সা ; যা গত সপ্তাহে ১০ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
এদিকে জেড ক্যাটাগরির মেট্রো স্পিনিং ২০২৩ ও ২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। এছর কোম্পানিটির প্রথম প্রান্তিকে লোকসান হয়েছে ৫০ পয়সা।
সাফকো স্পিনিং
সপ্তাহের ব্যবধানে সাফকো স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ১২.৭৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৯ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং ২০২৩ ও ২৪ সালে শেয়ারহোল্ডারদে্র কোন লভ্যাংশ দেয়নি। সর্বশেষ প্রথম প্রান্তিকে কোম্পানিটি ৪ টাকা ৭৭ পয়সা লোকসান করেছে।