নিজস্ব প্রতিবেদক
দ্যা ইন্সটিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম (এফসিএস) বলেছেন, ইন্টারনাল অডিটরদের কাজের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তাহলে কাঙ্খিত ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি কোম্পানির সাসটেইনেবিলিটি এবং ঝুঁকি নিয়ন্ত্রণ নিম্চিত হবে।
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত দ্যা ইন্সটিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ-আইআইএবি’র বার্ষিক কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

কোম্পানির সামগ্রিক উন্নয়নে পরিচালনা পর্ষদ বা ম্যানেজমেন্টের উচিত তাদের ইন্টারনাল অডিট বিভাগের জন্য যথাযথ বাজেট অনুমোদন দেওয়া। এই বিভাগে উপযুক্ত লোক নিয়োগ দিতে হবে।
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেইন বলেন, ইন্টারনাল অডিটরদের কাজ শুধু কোম্পানির একাউন্ট দেখা না। কোম্পানির স্টেকহোল্ডারদের আকাঙ্খা পূরণে ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহক সেবা, উৎপাদন ও বিক্রয় প্রক্রিয়া যথাযথ নিয়ম অনুসারে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাই করে যথাযথ প্রতিবেদন প্রদান করতে হবে। প্রতিষ্ঠানের কিভাবে ভালো হয়, সে ব্যাপারে তারা বিভিন্ন পরিকল্পনা, পরামর্শ দেবে ম্যানেজমেন্টকে এবং সেসব পরিকল্পনার ফলাফল কেমন আসে, সেসব বিষয়েও দেখতে হবে তাদের।
বিএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক আমির আলি হুসেইন বলেন, কোম্পানির ম্যানেজমেন্ট বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। এসব সিদ্ধান্ত কোম্পানির জন্য সঠিক কিনা, সে বিষয়টি ইন্টারনাল অডিটরদের বুঝতে হবে। পাশাপাশি সে অনুযায়ী পরামর্শ দিতে হবে।

তিনি বলেন, সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে প্রতিষ্ঠানের স্টেকহোল্ডারদের সর্বোচ্চ সহযোগতিা করতে হবে ইন্টারনাল অডিটরদের। অডিটররা পুলিশ না। তাদেরকে ভয় পাওয়ার কিছু নেই। তাদেরকে কোম্পানির পার্টনার মনে করতে হবে। আমাদের দেশের উন্নয়ন হয়েছে, সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির উন্নয়ন হয়েছে। বিভিন্ন কোম্পানির উন্নয়নের পেছনে ইন্টারনাল অডিটরদের ভূমিকা রয়েছে। স্টেকহোল্ডারদের অডিট কমিটিকে যথাযথ সহযোগিতা প্রদান করতে হবে এবং তাদের সুপারিশসমূহ যথাসময়ে বাস্তবায়ন করে কোম্পানির ঝুঁকি কমাতে হবে।
আমির আলি বলেন, কোম্পানির কোনো জায়গায় ভুল হলে সেগুলোকে অডিটরদের দেখতে হবে এবং সেগুলো সংশোধনে সহযোগিতা করতে হবে। তাদেরকে ফোকাস হতে হবে। ইন্ট্রোভার্ট হওয়া যাবে না। তবে কোম্পানির ম্যানেজমেন্টের যদি চুরি করার উদ্দেশ্য থাকে, তবে সেখানে ইন্টারনাল অডিটরদের তেমন কিছু করার থাকে না। কোম্পানির উন্নয়নে ম্যানেজমেন্ট ও অডিটরদের এক সঙ্গে কাজ করতে হবে।
বিডি ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদ বলেন, কোম্পানির ম্যানেজমেন্ট সঠিক পথে আছে কিনা, সেবিষয়টি ইন্টারনাল অডিটরদের দেখতে হবে। একটা কোম্পানির উন্নয়নে অডিটরদের ভূমিকা অনেক। তবে তাদের পেশাগত উন্নয়নে কোম্পানির খরচও যথাযথ করতে হবে। ইন্টারনাল অডিটরদের কোম্পানির সিইও-দের মতো কাজ করতে হয়। ব্যবসা করে গ্রাহকদের ফিডব্যাক ঠিকভাবে আসছে কিনা সেটিও দেখার দায়িত্ব ইন্টারনাল অডিটরদের।
আইআইএবি’র সদস্যদের নিয়ে আয়োজিত এই বার্ষিক কনফারেন্স উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. মুসলিম চৌধুরী, আইআইএবি’র সাবেক প্রেসিডেন্ট রায়হান সামসি এফসিএ, মো. ইকবাল হোসেন সিআইএ, বর্তমান প্রেসিডেন্ট অজিত কুমার পাল এফসিএ, সেক্রেটারি জেনারেল অমিতাভ শাহা, ননদো দুলাল শাহা এফসিএ, ডাচবাংলা ব্যাংকের ডিএমডি মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন কোম্পানিতে কর্মরত ইন্টারনাল অডিটরস।