ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৪:৩২ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় ২৯২ কোম্পানির দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে বেলা সাড়ে ১১টা পরযন্ত ২৯২টি কোম্পানির দর বেড়েছে। এই সময়ে ডিএসইতে ১৪৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, বুধবার ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৯ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯২টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন