শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বোর্ড সভা আজ বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং, গ্লোবাল হেভি কেমিক্যাল, ফাস ফাইন্যান্স, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং রিং শাইন টেক্সটাইল।
কোম্পানিগুলোর মধ্যে ড্রাগন সোয়েটারের বিকাল ৩টায়, ম্যাকসন্স স্পিনিংয়ের বিকাল ৩টায়, গ্লোবাল হেভি কেমিক্যালের বিকাল ৩টায়, ফাস ফাইন্যান্সের বিকাল ৩টায়, গ্লোবাল ইসলামী ব্যাংকের বিকাল ৪টায়, এবং রিং শাইনের বোর্ড সভা বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
