শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি ২০২৩ ও ২০২৪ টানা দুই বছর লভ্যাংশ না দেয়ার কারণে ‘বি’ থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেছে।
কোম্পানিটি আজ ২৬ নভেম্বর থেকে পুঁজিবাজারে জেড ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ০.০২ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ০৭ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির এজিএম, রেকর্ড ডেট ও ভেন্যু পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।