ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

স্ট্যাইল ক্রাফটসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ১১৯টি বা ২৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে কোম্পানিটির দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। মঙ্গলবার শেয়ারটির দর ৩ টাকা বা ৯.০৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ২০ পয়সা লেনদেন হয়।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২ টাকা ৫০ পয়সা বা ৭.৭৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৭.৫১ শতাংশ, এনআরবি ব্যাংকের ৭.০৩ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.২৫ শতাংশ, কেএন্ডকিউয়ের ৬.০৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৫.৭৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.২৬ শতাংশ এবং বেক্সিমকোর ৪.৯৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন