ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

শীতের ফ্যাশনে বাহারি সম্ভার: আরাম ও স্টাইলের মিশেল

শীত আসার সঙ্গে সঙ্গে দেশীয় ফ্যাশন হাউসগুলো জমে উঠেছে বাহারি পোশাকের আয়োজন নিয়ে। ডিজাইন থেকে শুরু করে কাপড়ের বৈচিত্র্য—সবকিছুতেই এসেছে নতুনত্ব। এই শীতে স্টাইল ও আরামের সমন্বয়ে ফ্যাশন হাউসগুলো নিয়ে এসেছে নানা রকমের পোশাক।

এই মৌসুমে শীতের ধরন অনুযায়ী হালকা, মাঝারি ও ভারী পোশাকের ওপর জোর দেওয়া হয়েছে। ফ্যাশন হাউস সেইলরের সিনিয়র ডিজাইনার মাহমুদা আমিন সুইটি জানান, *“পোশাকে আরাম ও স্টাইল, দুই দিকই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে।”* এমব্রয়ডারি, ফ্লোরাল প্রিন্ট, স্কিন প্রিন্ট এবং জিওমেট্রিক মোটিফে সাজানো হয়েছে পোশাকগুলো।

লা রিভও এবারের শীত ফ্যাশনে এনেছে নতুন থিম। কটন, ভিসকস, সিঙ্গেল জার্সি, ফ্রেঞ্চ টেরি, ও মোডালের মতো নিট ফেব্রিক দিয়ে তৈরি পোশাকগুলোতে রয়েছে উষ্ণতা ও আরাম। পাশাপাশি চেক, টুইড, উলেন কাপড়ের পোশাকগুলো দারুণ জনপ্রিয়তা পাচ্ছে।

এই মৌসুমে নারীদের জন্য রয়েছে সিঙ্গেল ও ডবল ব্রেস্টড জ্যাকেট, সোয়েটার, কার্ডিগান, ট্রেঞ্চ জ্যাকেট, হুডি টিউনিক ও শাল। পাশাপাশি ডেনিম, করডোরি, টুইড এবং প্রিন্স অব ওয়েলস কাপড়ে তৈরি শার্ট ও টপস দারুণ ফ্যাশনেবল। ঢিলেঢালা জিন্সের ট্রেন্ডও এবার বেশ জনপ্রিয়। ব্যাগি, স্ট্রেট কাট, ফ্লেয়ার জিন্স কিশোরী থেকে মধ্যবয়সী নারীদের জন্য উপযোগী।

পোশাকে যোগ হয়েছে ফিউশনধর্মী স্টাইল। করডোরি, ক্রপ, ডেনিম, লেদার ও ক্যানভাস জ্যাকেটে এনেছে নতুন বৈচিত্র্য। ব্লেজার এখন শুধু ফরমাল নয়, ক্যাজুয়াল লুকেও বেশ মানিয়ে যায়। সালোয়ার-কামিজ, কাফতান, শ্রাগ, লং ড্রেস, টপ-বটম সেট, আবায়া—সবকিছুতেই রয়েছে ট্র্যাডিশনাল এবং ফিউশনধর্মী মিশেল।

তরুণরা এবার বেশি আগ্রহী লেয়ারিং স্টাইলের প্রতি। শর্ট বা লং স্লিভ টপের সঙ্গে শ্রাগ, কটি কিংবা হালকা জ্যাকেট যোগ করে স্টাইলিশ ও আরামদায়ক লুক তৈরি করা যায়। ফ্যাশন হাউসগুলো তরুণদের জন্য এনেছে রঙিন প্রিন্ট, চেক ও স্ট্রাইপ ডিজাইনের পোশাক।

এই শীতেও ফ্যাশন ও আরামের চমৎকার মিশেলে সাজতে প্রস্তুত ফ্যাশন হাউসগুলো। নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পছন্দের পোশাক বেছে নিন এই শীতের সম্ভার থেকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ