আগের তিন কর্মদিবসের পতন কাটিয়ে সোমবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের দেড় ঘণ্টায় ২৩৯টি কোম্পানির দর বেড়েছে। এই সময়ে ডিএসইতে ৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, সোমবার ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬২ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার দর।
