ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

সপ্তাহের শুরুতে ডিএসইর সূচক কমল ৫১ পয়েন্ট

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকরে তীব্র পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২২৮টি বা ৫৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।এতে ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ৫১ পয়েন্ট। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার ডিএসইতে ৩০২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬১ কোটি ৭৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট কমে ৫ হাজার  ১৪৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১৪৯ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট কমেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ২২৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৪টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৭৪ পয়েন্ট।

সিএসইতে ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪৮টির দর বেড়েছে, কমেছে ১৩৭টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

রবিবার সিএসইতে ৫ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন