ঢাকা স্ট্ক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২৪ নভেম্বর) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির। এদিন ব্যাংকটির ২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিম ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
আর ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ফিন্যান্স।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এক্সপ্রেস ইন্স্যুরেন্স ১ কোটি ২৬ লাখ, ইস্টার্ণ ব্যাংক ১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।