ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৪:১১ অপরাহ্ন

সাপ্তাহিক দরপতনের শীর্ষে যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮৭টি বা ৭৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে আইবিবিএল সেকেন্ড পারপেচ্যুয়াল বন্ডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৫.২৯ শতাংশ কমে ৩ হাজার ২৫০ টাকা লেনদেন হয়। সপ্তাহের শুরুতে বন্ডটির ইউনিট দর ছিল ৪ হাজার ৩৫০ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের ২১.১০ শতাংশ দর কমে সর্বশেষ  ২৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২  টাকা ৭০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের ১৯.০৬ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর এসিআইয়ের ১৭.৮৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১৫.৪৯ শতাংশ, ওরিয়ন ফার্মার ১৩.১৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের ১২.৯৯ শতাংশ, ফারইস্ট নিটিং ১২.৬৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২.৬২ শতাংশ ও  বেস্ট হোল্ডিংসের ১১.৪২ শতাংশ দর কমেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন