ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা

সদ্য সমাপ্ত সপ্তাহে দেশের পুঁজিবাজারে মূল্য সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ করেছে। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের সাথে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকার।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ বা ১১ হাজার ৯৫৯ কোটি টাকা। গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬২  হাজার ৭১৯ কোটি টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেনও কমেছে বড় অংকের। আগের সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৫৪ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আর গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার  ৬৫ কোটি ৮০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৮৮ কোটি ২১ লাখ টাকার লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩৯ পয়েন্ট বা ১৫৭ দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে। বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৬৭ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৬ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ৩৭  দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৮৭টির এবং অপরবর্তিত রয়েছে ২৩টির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন