ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

দরপতন ১৮ খাতে, ব্যতিক্রম আর্থিক খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ নভেম্বর) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে। যার ফলে এই ১৮ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন। অন্যদিকে দর বেড়েছে একমাত্র আর্থিক খাতে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমণ ও আবাসন খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ৮.৪৯ শতাংশ। ৫.৫১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাত। একই সময়ে ৩.৮৯ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে জ্বালানি-বিদ্যুৎ খাত।

সপ্তাহের ব্যবধানে লোকসান হওয়া অন্য খাতগুলোর মধ্যে- বস্ত্র খাতে ৩.৮৫ শতাংশ, আইটি খাতে ৩.৬২ শতাংশ, সিরামিক খাতে ৩.৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৫৩ শতাংশ, সাধারণ বীমা খাতে ৩.২২ শতাংশ, ব্যাংক খাতে ২.৯৯ শতাংশ, ফার্মা খাতে ২.৭৯ শতাংশ, খাদ্য খাতে ২.৬৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৫৯ শতাংশ, প্রকৌশল খাতে ২.৫১ শতাংশ, সিমেন্ট খাতে ১.৯৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৮৩ শতাংশ, ট্যানারি খাতে ১.৫৭ শতাংশ, পাট খাতে ১.৪৫ শতাংশ, বিবিধ খাতে ১.১৭ শতাংশ ও জীবন বীমা খাতে দশমিক ২৮ শতাংশ দরপতন হয়েছে।

অন্যদিকে একমাত্র আর্থিক খাতে দশমিক ৩৫ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন