আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য এখনও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। এখনও ভেনু নির্ধারণ করে উঠতে পারেনি আইসিসি। হাতে আছে মাত্র তিন মাস। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা হিসেবে যা যথেষ্ট বিড়ম্বনার। সব শঙ্কট কাটিয়ে উঠতে জরুরী বৈঠকে বসতে চলেছে সংস্থাটি।
আগামী মঙ্গলবারের এই সভায় প্রতিযোগিতার ভাগ্য নির্ধারন হবে বলে জানা যাচ্ছে।

টুর্নামেন্টের স্বাগতিক পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ভারত সরকার। এই নিয়েই মূলত জটিলতার শুরু। ভারতের চাওয়া টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ হোক, যেখানে তাদের ম্যাচ হবে পাকিস্তানের বাইরে। তবে পাকিস্তান নিজেদের মাঠ থেকে টুর্নামেন্ট সরাতে নারাজ। তাদের কাছ থেকে আয়োজক স্বত্ব কেড়ে নেওয়া হলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশ না নেওয়ার হুমকি দিয়ে রেখেছে।
এরই মাঝে ট্রফি ট্যুর শুরু করে দিয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির সূচি উন্মোচন করার কথা ছিল গত ১১ নভেম্বর লাহোরে। লাহোরেই হওয়ার কথা ছিল ভারতের সব ম্যাচ। টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে হওয়ার কথা সূচি প্রকাশ। কিছুই এখনও হয়নি। এদিকে পিসিবিও প্রতিযোগিতার জন্য আলাদা চিফ অপারেট অফিসার নিয়োগ করেছে গোটা প্রতিযোগিতা সুস্থভাবে আয়োজন করার জন্য।
বড়সড় অঘটন না ঘটলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ দেওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তান বোর্ড রাজি না হলেও আইসিসির পক্ষে ভারতকে ছাড়া প্রতিযোগিতা আয়োজন করাও সহজ কাজ নয়। তাই হাইব্রিড মডেলেই এই প্রতিযোগিতা আয়োজন করতে পারে আইসিসি। সেক্ষেত্রে পাকিস্তানের থেকে আরবের দূরত্ব কম হওয়ায় বাকি দলগুলোর তেমন অসুবিধা হবে না ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে।
