রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সেখানকার ব্যবসায়ীরা।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে শপিংমলের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণির রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শপিংমলের দোকান মালিক ও কর্মীরা।

এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, আমরা যতদূর শুনেছি গতরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা একদফা রাস্তা আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা রাস্তা ছেড়ে দেন।
তিনি আরও জানান, যমুনা ফিউচার পার্কে তাদের নিজস্ব সিকিউরিটিরা নিরাপত্তা দিয়ে থাকে ।
ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, বিক্ষোভের সময় আমি ঘটনাস্থলে ছিলাম। তারা রাতে থানায় লিখিত দিবে।
