ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

এমারেল্ড অয়েল

বিজনেস আইতে খবর প্রকাশের পর টনক নড়লো ডিএসইর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের কারখানা বন্ধ ও সব শ্রমিক ছাঁটাই প্রসঙ্গে দুইটি নিউজ (১৯ ও ২০ নভেম্বর) প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল বিজনেস আই বাংলাদেশ। এরপর গত ১৯ নভেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কারখানা বন্ধের বিষয়ে জানতে চিঠি পাঠায়।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, তাদের কারখানার সব কারযক্রম বন্ধ রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ডিএসইকে জানায়, পর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে কোম্পানির কারখানা বন্ধ রয়েছে। কোম্পানিটি তাদের উৎপাদন পুরোদমে চালিয়ে যেতে ইতোমধ্যে ১২ মেট্রেক টন ক্যাপাসিটির ১৭.৫০ হাই প্রেসার হাস্ক বয়লার আমদানি করেছে। এমারেল্ড অয়েল কারখানায় হাস্ক বয়লার স্থাপনের পর দ্রুত উৎপাদনে ফিরতে পারবে।

কোম্পানিটি আরও জানায়, তাদের উৎপাদন বন্ধ থাকলেও তারা কোন কর্মী ছাঁটাই করেনি।

উল্লেখ্য, বিজনেস আই বাংলাদেশে খবর প্রকাশের আগে বন্ধ এমারেল্ড অয়েলের শেয়ার দর ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ধারাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পরযন্ত কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৫.৯০ শতাংশ কমে সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

এমারেল্ড অয়েল নিয়ে আগের নিউজ পড়তে নিচের লিংকে ক্লিক করুন-

আবারও বন্ধ এমারেল্ড অয়েলের উৎপাদন, সব শ্রমিক ছাঁটাই

বন্ধ এমারেল অয়েলের শেয়ারে চলছে কারসাজি, নিশ্চুপ ডিএসই

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন