পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি চামড়ার বিভিন্ন জিনিস তৈরীর ব্যবহার উপযোগী চামড়া বিক্রি করবে। এ কারণে কোম্পানিটি এফবি ফুটওয়্যার, ফুটবেড ফুটওয়্যার এবং নুভো সুজ (বিডি) লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী কোম্পানি বাজার মূল্য অনুসারে বিভিন্ন মানের চামড়া বিক্রি করবে। কোম্পানিটি ধারণা করছে, চামড়া বিক্রির মাধ্যমে এফবি ফুটওয়্যার, ফুটবেড ফুটওয়্যার এবং নুভো সুজ (বিডি) লিমিটেডের বার্ষিক বিক্রি যথাক্রমে- ১০ কোটি, ৫ কোটি ও ১ কোটি টাকা হতে পারে।
উল্লেখ্য, চামড়ার বাজার মূল্য অনুযায়ী কোম্পানিগুলোর বার্ষিক আয় কমতে বা বাড়তে পারে।
