ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

দেশবন্ধু পলিমারসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১১৩টি বা ২৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে দেশবন্ধু পলিমার লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস। মঙ্গলবার শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।
আইসিবি ৫ টাকা ৩০ পয়সা বা ৭.৮৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডসের ৭.৮২ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৬.০৭ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ৫.৮৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.২৬ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৫.২৬ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৪.৯১ শতাংশ ইসলামীক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪.৪২ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন