ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ২:২৮ পূর্বাহ্ন

ইজিএম করবে এনসিসি ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ জানুয়ারি কোম্পানিটির ইজিএম অনুষ্ঠান হবে।

এনসিসি ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ৭ জানুয়ারি দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠান হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এনসিসি ব্যাংক তাদের সংঘস্বারকের কিছু অনুচ্ছেদ সংশোধনী করবে। ব্যাংকটি ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে। একই সাথে বাংলদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে সংঘস্বারক সংশোধন করবে ব্যাংকটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন