দেশের শেয়ারবাজারে আবারও ধারাবাহিক দরপতন শুরু হয়েছে। আজ মঙ্গলবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও নিচে নেমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৫১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৬ কোটি ৪৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫১৪ কোটি ৮৫ লাখ টাকার।
মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমেছে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ২৬৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৫টির।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২৫ পয়েন্ট।
সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৫৮টির দর বেড়েছে, কমেছে ১৩৪টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার সিএসইতে ১১ কোটি ১০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।