ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে স্টার এডহেসিভে

নিজস্ব প্রতিবেদক

স্টার এডহেসিভস লিমিটেড। পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল খাতের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে। কোম্পানিটির প্রতি আস্থা না থাকায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ৩০ জুন ২০২৩ সালে স্টার এডহেসিভসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৫ দশমিক ৩০ শতাংশ। আর সর্বশেষ ৩০ জুন ২০২৪ সালে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার এসে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৩ শতাংশ। বছরের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ৬ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ ৬ দশমিক ৮৭ শতাংশ শেয়ার তারা বিক্রি করেছে।

জানা গেছে, গত প্রায় নয় মাসের মধ্যে কোম্পানিটির একাধিকবার শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি পায়। যেকারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ করে একাধিকবার। এদিকে কারসাজি করে শেয়ারটির দর বাড়ানো হয়েছিল বলে অভিমত ব্যক্ত করেন বাজার সংশ্লিষ্টরা। এসব বিষয় জানতে কোম্পানি সচিব রেজওয়ানুল হককে একাধিবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ডিএসইর তথ্য মতে,, গত এক বছরে অর্থাৎ ৫২ সপ্তাহে স্টার এডহেসিভস-এর শেয়ার দর সর্বনিম্ন ৪৪ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৯১ টাকা পর্যন্ত উঠেছিল। সোমবার (১৮ নভেম্বর) শেয়ারটির সমাপনী দর ছিল ৫০ টাকা ৫০ পয়সা।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি, যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৩৭ দশমিক ৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪ দশমিক ০৭ শতাংশ শেয়ার রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন