ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

ক্যাটাগরি ধরে রাখতেই নামমাত্র লভ্যাংশ দিচ্ছে গোল্ডেন হার্ভেস্ট

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের নামমাত্র লভ্যাংশ দিয়ে আসছে। এ নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টদের ধারনা ‘জেড’ ক্যাটাগরিতে যাতে না যেতে হয়, সেজন্যই মূলত কোম্পানিটি এরকম নামমাত্র লভ্যাংশ ঘোষণা করে। ‘জেড’ ক্যাটাগরিতে যাওয়ার ভয় না থাকলে কোম্পানিটি ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করতো।

তথ্যানুসন্ধানে জানা গেছে, সদ্য বিদায়ী হিসাব বছরে (৩০ জুন ২০২৪) কোম্পানিটি উদ্যোক্তা পরিচালকদের বাদে বিনিয়োগকারীদের জন্য মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগের দুই বছরে অর্থাৎ ২০২২ ও ২০২৩ হিসাব বছরে যথাক্রমে ২ ও ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এদিকে কোম্পানিটি লোকসান থেকে যেনো বের হতেই পারছে না। সদ্য বিদায়ী হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আর প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ পয়সা। প্রতিষ্ঠানটি ২০২১ ও ২০২২ সালে যথাক্রমে ১৫ কোটি ৬৪ লাখ টাকা ও ১০ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা লোকসান করেছে, কোম্পানির আর্থিক প্রতিবেদনে এমন চিত্রই ফুটে উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো’র উর্ধ্বতন এক কর্মকর্তা বিজনেস আই বাংলাদেশকে বলেন, কোভিড মহামারি, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কোম্পানি কয়েক বছর ধরে ভালো ব্যবসা করতে পারছে না। এদিকে গোল্ডেন হার্ভেস্টের এমন বেহাল দশায় হতাশ বিনিয়োগকারীরা। তাদের মতে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের অনেক কোম্পানি ভালো মুনাফা ও ব্যবসা করতে পারলেও ব্যতিক্রম গোল্ডেন হার্ভেস্ট এগ্রো। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অচিরেই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কার্যক্রম ও আর্থিক অবস্থা খতিয়ে দেখা উচিত।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ নভেম্বর) গোল্ডেন হার্ভেস্টের সমাপনী শেয়ার দর ছিল ৯ টাকা ৮০ পয়সা। কোম্পানির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২১৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬২১টি, যার মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার রয়েছে ৩১ দশমিক ৬৮ শতাংশ। এছাড়াও প্রাতিষ্ঠানিকদের কাছে ৩৭ দশমিক ৫৯ শতাংশ, বিদেশিদের কাছে ০ দশমিক ৩১ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ