ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ন

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রবিবার (১৭ নভেম্বর) ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৬ কোটি ২১ লাখ  ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। এদিন কোম্পানিটির ২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আলিফ ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আর ১ কোটি ৭৪  লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ণ ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ১ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকা, শেফার্ড ইন্ডাস্টিজের ১ কোটি ৫ লাখ টাকা এবং সামিট পাওয়ার লিমিটেডের ১ কোটি ১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন