শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য-আনুসঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলসের শেয়ার দর গত এক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২৪ টাকা ৩০ পয়সা বা ২৬.৯৪ শতাংশ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯০ টাকা ২০ পয়সা আর সপ্তাহ শেষে শেয়ারটির দর ১১৪ টাকা ৫০ পয়সায় দাড়িয়েছে।
দীর্ঘদিন পুঞ্জীভূত লোকসানে থাকা কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির কোন দৃশ্যমান তথ্য নেই। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি বিগত ৫ বছরে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। বছরের পর বছরে লোকসানে থাকা শেয়ারটিতে বিনিয়োগকারীরা অনেকটা অন্ধকারেই বিনিয়োগ করছে বলে বাজার সংশ্লিষটদের ধারণা।
সর্বশেষ ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৪৮ টাকা ৮৪ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান হয়েছিল ৪৩ টাকা ৬২ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে ৫ টাকা ২২ পয়সা বা ১১.৯৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৬০০ কোটি ৬০ লাখ টাকা। ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।