সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে ২৫৮ কোটি ৯৬ লাখ টাকার বা ৮.৫৪ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭৭০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৯ কোটি ৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৫৮ কোটি ৯৬ লাখ টাকর লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩৯ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২০ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ২০৫টির এবং অপরবর্তিত রয়েছে ৩১টির।
এদিকে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনে ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ৪৩ শতাংশ বা ২ হাজার ৮৬৯ কোটি টাকা।গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৭১ হাজার ৮০৯ কোটি টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি টাকা।