ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন

জুলাই-সেপ্টেম্বরে মুনাফা বেড়েছে ১৭ বীমা কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানির মধ্যে ৪০টি কোম্পানি ইতোমধ্যে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগিুলোর মধ্যে ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা তৃতীয় প্রান্তিকে বৃদ্ধি পেয়েছে।

১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিএসই সূত্র জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে বীমা খাতের ৫৮টি কোম্পানি। এর মধ্যে সাধারণ বিমা খাতের রয়েছে ৪৩ কোম্পানি। যার তিনটির প্রান্তিক প্রতিবেদন এখনো অপ্রকাশিত রয়েছে। তৃতীয় প্রান্তিকে এ খাতের ২৩ কোম্পানির মুনাফা কমেছে। অন্যদিকে মুনাফা বেড়েছে ১৭ কোম্পানির।

এক নজরে মুনাফা বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ইসলামী ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স কোম্পানি, ইস্টার্ন ইনস্যুরেন্স, সিকদার ইনস্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি, প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ক্রিস্টাল ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স এবং ঢাকা ইনস্যুরেন্স লিমিটেড।

মার্কেন্টাইল ইসলামী ইনস্যুরেন্স

মার্কেন্টাইল ইসলামী ইনস্যুরেন্সের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। যা ২০২৩ সালের একই সময়ে ছিল ১০ পয়সা। অর্থাৎ ২০২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫ পয়সা।

সোনার বাংলা ইনস্যুরেন্স

তৃতীয় প্রান্তিকে সোনার বাংলা ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। যা ২০২৩ সালের একই সময়ে ছিল ১৪ পয়সা। গত বছরের তুলনায় ইপিএস বেড়েছে ১৩ পয়সা।

ইস্টল্যান্ড ইনস্যুরেন্স

ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ১৮ পয়সা। যা ২০২৩ সালে ছিল ১৩ পয়সা। আগের বছরের তুলনায় বেড়েছে ৫ পয়সা।

মেঘনা ইনস্যুরেন্স

১০ পয়সা বেড়ে মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ২১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা।

ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স

ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স কোম্পানির ২ পয়সা বেড়ে ইপিএস দাঁড়িয়েছে ২০ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ১৮ পয়সা।

ইস্টার্ন ইনস্যুরেন্স

ইস্টার্ন ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ০২ পয়সা। যা ২০২৩ সালের একই সময়ে ছিল ৫৯ পয়সা। অর্থাৎ ৪৩ পয়সা করে প্রতি শেয়ারে মুনাফা বেড়েছে।

সিকদার ইনস্যুরেন্স

সিকদার ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ৩৮ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৩৩ পয়সা। অর্থাৎ দশমিক ০৫ পয়সা করে প্রতি শেয়ারে মুনাফা বেড়েছে।

ইউনাইটেড ইনস্যুরেন্স

ইউনাইটেড ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ৪৪ পয়সা, যা আগের বছর ছিল ৪ পয়সা। আগের বছরের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪৩.৯৬ পয়সা।

এক্সপ্রেস ইনস্যুরেন্স

এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ৫৯ পয়সা। যা হয়েছিল ২৯ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আয় বেড়েছে ৩০ পয়সা।

স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স

স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ৭৫ পয়সা। যা এর আগের বছেরর একই সময়ে ছিল ৭৩ পয়সা।

কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ৫৬ পয়সা, যা আগের বছর ছিল ৩৭ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন