দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৫৮টি বা ৬৭ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৯৬ কোটি ৪৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকার।
বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৮টির, দর কমেছে ৮৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৫টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৮ পয়েন্ট।
সিএসইতে ২০৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৩০টির দর বেড়েছে, কমেছে ৫৯টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার সিএসইতে ৯ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।