পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের দুই সহযোগী প্রতিষ্ঠান ২০২৩- ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য নাভিস্তা ফার্মা ৫০ শতাংশ নগদ ও সিনোভিয়া ফার্মা শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানিটি জানায়, আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানি দুইটির প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদন করা হবে।
আগামী ২৯ ডিসেম্বর বেক্সিমকো ফার্মার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।