শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার দুই বছর ধরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠান করে না। এর ফলে কোম্পানিটির পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিবেদন অনুমোদন করতে পারে না।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, উচ্চ আদালতে কোম্পানিটির মামলা চলমান থাকায় কোম্পানিটি এজিএম করতে পারছে না। কোম্পানিটি আদালত থেকে অনুমতি পেলেই এজিএম অনুষ্ঠান করতে পারবে। এর ফলে কোম্পানির পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করলেও তা অনুমোদন করতে পারছে না।
কোম্পানিটি আরও জানায়, ইয়াকিন পলিমারের অপ্রকাশিত আর্থিক প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেয়া হবে। কোম্পানিটি আদালতের অনুমতি পেলে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারবে।
উল্লেখ্য, ইয়াকিন পলিমার ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পরযন্ত যথাক্রমে-৫ শতাংশ, ৩ শতাংশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর ২০২০ সালে কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২১ ও ২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।